শেখ হাসিনার সঙ্গে হত্যার আসামি সামন্ত লাল
হাজি সেলিম রিমান্ডে, টিপু মুনশি জেলে, ঝালকাঠিতে আসামি আমু, ওমর
শেখ হাসিনা, সামন্ত লাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ০১:০৭
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে মামলা অব্যাহত রয়েছে। আসামির তালিকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নাম রয়েছে। গতকাল শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৬টি মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আদালতে ভুক্তভোগী পরিবারের স্বজনরা মামলাগুলো করেন। চারটি মামলায় বাদীদের বক্তব্য নিয়ে বিচারক সাদ্দাম হোসেন যাত্রাবাড়ী থানা কর্তৃপক্ষকে অভিযোগগুলো এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। অন্য দুটি মামলায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। এ নিয়ে ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১১৩টি মামলা হলো। এর মধ্যে ১১১টি হত্যা মামলা।
গত ১৪ আগস্ট ভোরে যাত্রাবাড়ী থানার সামনে স্বেচ্ছাসেবী সাইফ আরাফাত শরীফকে কুপিয়ে হত্যার অভিযোগে এ দিন তাঁর মা শেখ হাসিনাসহ ৯৪ জনকে আসামি করে মামলা করেন। একই ঘটনায় সাইদুল ইসলাম ইয়াসিনের মৃত্যুর ঘটনায় তাঁর মায়ের করা মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাসহ ১৩ জনকে।
৪ আগস্ট যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে গুলিতে ওবায়দুল ইসলামকে হত্যার ঘটনায় এ দিন শেখ হাসিনাসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বজন মো. আলী। ৫ আগস্ট কাজলা ফুট ওভারব্রিজের কাছে গুলিতে রাসেল মারা যান। এ ঘটনায় গতকাল তাঁর ভাই রুবেলের করা মামলায় শেখ হাসিনাসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।
গত ১৯ জুলাই ধানমন্ডি তিন নম্বর রোডে শুভ নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনসহ ১৩৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নিহতের মা রেনু বেগম। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। পিবিআইকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা।
গত ১৯ জুলাই অক্সফোর্ডিয়াং ল্যাবরেটরি কলেজের ছাত্র আসফিক ইবনে আরমান ইসাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গতকাল শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকা মহানগর হাকিম আদালতে ইসার বাবা আবুযর মো. আরমান আলী জুয়েল মামলাটি করেন। বিচারক মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এ ছাড়া ৫ আগস্ট উত্তরার রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাবিদকে গুলি করে হত্যার অভিযোগে ওবায়দুল কাদেরসহ ৭৫ জনের বিরুদ্ধে গতকাল মামলা করেছেন নিহতের চাচাতো ভাই শাহরিয়ার কবির।
এদিকে ব্যুরো ও প্রতিনিধিদের তথ্য বলছে, সিলেটে ৪ আগস্ট গুলিতে সানি আহমেদ নামে এক তরুণ নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে এ মামলা করেন নিহতের বাবা কয়ছর আহমদ।
৫ আগস্ট চট্টগ্রামে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটির সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৪৩০ জনের বিরুদ্ধে রোববার মামলা করেছেন রিকশাচালক আনোয়ার হোসেন। ১৪ দলের সমন্বয়ক ও ঝালকাঠি-২ আসনের সাবেক এমপি আমির হোসেন আমু, ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরসহ ৬২ জনের বিরুদ্ধেও এ দিন মামলা হয়েছে। ৪ আগস্ট হামলা, গুলির অভিযোগে গতকাল ছাত্র আন্দোলনে সক্রিয় বিত্তয় কুমার সরকার ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
এ ছাড়া ৪ আগস্ট সুনামগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলির ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ৪ সাবেক এমপিসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন হামলায় এক আহতের ভাই হাফিজ আহমদ। ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ১১০ জনের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগে গতকাল মামলা করেছেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান।
ঢাকার নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক এমপি হারুন অর রশিদসহ ১৭৩ জনের বিরুদ্ধে। ৫ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গতকাল এ মামলা করেন আন্দোলনে আহত ফাতেমা বেগম।
হাজি সেলিম রিমান্ডে
কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক এমপি হাজি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান এ আদেশ দেন।
এর আগে হাজি সেলিমকে পুলিশের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়। এ সময় আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবীরা তাঁর শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন। কাঠগড়ায় তোলা হলে সেলিম কান্নায় ভেঙে পড়েন। আইনজীবী হলফনামায় স্বাক্ষর নিতে চাইলে তিনি ইশারায় জানান, স্বাক্ষর করতে পারেন না। পরে টিপসই নিয়ে আদালতে তাঁর পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী।
হাজি সেলিম অনেক দিন ধরেই কথা বলতে পারেন না। সে ক্ষেত্রে তাঁকে কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে জানতে চাইলে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিকে রিমান্ডে নিতে আইনি কোনো বাধা নেই। তাঁর যেহেতু বিচার-বুদ্ধি আছে, আইনসম্মতভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায়। এ জন্য তদন্ত কর্মকর্তা নিজে উদ্যোগী হয়ে বা আদালতের অনুমতি নিয়ে একজন ইশারাভাষা বিশেষজ্ঞের উপস্থিতিতে তাঁকে প্রশ্ন করতে পারেন।
টিপু মুনশি কারাগারে
রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে গতকাল টিপু মুনশিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৮ আগস্ট গুলশান থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ছাড়া আদাবর থানায় গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় এ দিন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। সাত দিনের রিমান্ড শেষে গতকাল গোলাপকে আদালতে হাজির করা হয়েছিল।
- বিষয় :
- আসামি