ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

অস্তিত্ব সংকটে বাবুই পাখি

অস্তিত্ব সংকটে বাবুই পাখি

গাছে গাছে বাবুই পাখির বাসা এখন আর তেমন চোখে পড়ে না (ছবি-জহিরুল ইসলাম)

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০৮ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:১০

চরম অস্তিত্ব সংকটে পড়েছে বাবুই পাখি। একসময় গাছে গাছে দেখা মিলতো বাবুই পাখির বাসা। এই পাখি মূলত দুই ধরনের গাছে বাসা তৈরি করে- তাল গাছ ও খেজুর গাছ। এই দুই গাছই কমে যাচ্ছে। অন্যদিকে বাসস্থান সংকটে এ পাখিও ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। 

প্রাকৃতির ভারসাম্য রক্ষার জন্য তাল গাছ ও খেজুর গাছ থাকা তাই খুবই জরুরি। বাবুই পাখির দৃষ্টিনন্দন ছোট্ট বাসা গ্রামে-গঞ্জে আগের মতো আর চোখে পড়ে না। খড়কুটো, তালপাতা, খেজুর পাতা, ঝাউ ও লতাপাতা দিয়ে বাবুই পাখি উঁচু তালগাছে বাঁধে মজবুত বাসা। প্রত্যেক তালগাছে ১০০ থেকে ১১০টি বাসা তৈরি করতে বাবুই পাখির সময় লাগে ৮-১০ দিন। প্রবল ঝড়েও তাদের বাসা অক্ষত থাকে। 

শুধু বাবুই পাখিই নয়- জাতীয় পাখি দোয়েল, চড়ুই, শালিক, চিল, কাক, কোকিল প্রভৃতি সকল পাখিই আজ অস্তিত্ব সংকটে পড়েছে। এসব পাখি সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে এসব পাখি প্রকৃতি থেকে হারিয়ে যাবে।

whatsapp follow image

আরও পড়ুন

×