ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আনসার আন্দোলনে ইন্ধনদাতা ২ সদস্য গ্রেপ্তার

আনসার আন্দোলনে ইন্ধনদাতা ২ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার দুইজন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:৫৯

আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সাভার ও কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। সোহাগ  ও মিজানুর আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য সোহাগ মিয়াকে মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার করে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে।

অন্য আনসার সদস্য মিজানুর রহমান তুহিনকে কক্সবাজার জেলা পুলিশ মঙ্গলবার রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেপ্তার করে। তিনি কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।

গত ২৫ আগস্ট ৯ দফা দাবিতে আনসাররা সচিবালয়ের প্রধান ফটক আটকিয়ে বিক্ষোভ করেন। এতে অবরুদ্ধ হয়ে পরেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারি। রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেলে আনসার সদস্যদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় শাহবাগ, পল্টন ও রমনা থানায় আনসারদের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া বিমানবন্দর থানায় আরও একটি মামলা করে পুলিশ।

whatsapp follow image

আরও পড়ুন

×