ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আহতদের দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিতকরণের আহ্বান

আহতদের দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিতকরণের আহ্বান

জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে আলোচনা সভা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৩৯ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৫২

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জন্য পুনর্বাসনে ফিজিওথেরাপির চিকিৎসার গুরুত্ব’ শীর্ষক আলোচনায় আন্দোলনে আহত শিক্ষার্থী, জনতা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আন্দোলনকালীন অভিজ্ঞতা তুলে ধরেন। আন্দোলনে আহতরা বিপিএ এর আয়োজনে বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা এবং প্রয়োজনীয় উপকরণ প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বিপিএ নেতারা বৃহৎ পরিসরে আহতদের শারীরিক পুনর্বাসনে ফিজিওথেরাপি প্রদানের বিষয়ে সরকারি  উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কমিটির সমন্বয়কদের কাছে এ বিষয়ে সরকারের সঙ্গে সংযোগ স্থাপন করে ফিজিওথেরাপি সেবাকে আহতদের মাঝে সঠিকভাবে পৌঁছানোর অনুরোধ জানায় বিপিএ।   

গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা আহতদের শারীরিক পুনর্বাসনে দীর্ঘ মেয়াদী ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব তুলে ধরে সরকারের সঙ্গে বাংলাদেশ ফিজিক্যালথেরাপি এসোসিয়েশনকে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

আহতদের মধ্যে বক্তব্য দেন তিতুমীর সরকারি কলেজের শিক্ষার্থী সালমান, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেয়াত লদি, ডান হাত হারানো শিক্ষার্থী আতিকুল ইসলাম, পা হারানো রিফাতের পিতা রিয়াজুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মাহজাবিন হক, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি শিমা দত্ত, বিপিএ সভাপতি ডা. দলিলুর রহমান,  মহাসচিব ডা. ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় সমন্বয়ক শাহীনুর সুমি, সমন্বয়ক ডা. মনিরুজ্জামান, ডা. আতাউর রহমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমন্বয়ক সাদিক আল আরমান, নাইম আবেদিন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমন্বয়ক আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, রিজাজ উদ্দিন সাকিব, মেহেদি হাসান, ব্রাক ইউনিভার্সিটির সমন্বয়ক সিফাত শাহরিয়ার, ইউ ল্যাব এর  সমন্বয়ক ফারহান হাসান বর্ণ প্রমুখ।

আরও পড়ুন

×