কারা মহাপরিদর্শক
এখনও অধরা কারাগার থেকে পালানো ২৭ জঙ্গি

কারা অধিদপ্তরে মঙ্গলবার মতবিনিময় সভায় বক্তব্য দেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ০০:২১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ০০:৪০
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে বিভিন্ন কারাগার থেকে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন ৯৮ জঙ্গি পালিয়ে যায়। তাদের অনেককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পলাতক ২৭ জন।
গতকাল মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
সৈয়দ মোতাহের হোসেন বলেন, আটটি কারাগারে বিশৃঙ্খলার দায়ে আটটি মামলা হয়েছে। সব মিলে ১৭টি কারাগারে হামলার ঘটনা ঘটেছিল। হামলার সময় ৯৪টি অস্ত্র লুট হয়, যার ৬৫টি উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার হয়নি ২৯টি অস্ত্র। ২ হাজারের বেশি বন্দি পালিয়ে গেলও পরে অনেকে নিজে থেকে ফিরে এসেছে। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেককে গ্রেপ্তার করেছে। এখনও ৯০১ জন পলাতক।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত আলোচিত মোট ৪৩ জন শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি জামিনে মুক্ত হয়েছে। বর্তমানে দেশের সব কারাগারের ধারণক্ষমতা ৪২ হাজারের কিছু বেশি। সরকার পতনের আগে কারাগারে প্রায় ৭০ হাজার বন্দি ছিল। এক মাসে প্রায় ১৫ হাজার জামিন পাওয়ায় এখন কারাবন্দির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৫ হাজার।
কারাগারে হামলাকারীদের বিষয়ে কারাপ্রধান বলেন, তাদের শনাক্ত করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাহায্য নিচ্ছি। সরকার পতনের পর যারা হামলার সঙ্গে জড়িত ছিল, তাদের চিহ্নিত করার কার্যক্রম চলমান। ওই সময় অনেক সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পত্তিতেও হামলা হয়েছিল। কারাগার যেহেতু একটি ক্ষোভের জায়গা ছিল, এরই বহিঃপ্রকাশ এসব হামলা।
তিনি আরও বলেন, কারাগারে নিয়মবহির্ভূত কার্যক্রমে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। একটি সাধারণ ধারণা হলো, কারাগার এবং কারা কর্তৃপক্ষ দুর্নীতিগ্রস্ত, আমি এটা স্বীকার করে নিচ্ছি। স্বীকার করে নিচ্ছি, তার মানে হলো আমি এটা খুঁজে বের করব। যেসব কর্মকর্তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। অন্যান্য সংস্থার সহযোগিতা নিচ্ছি। কিছু ব্যবস্থা শিগগিরই দেখা যাবে। দুর্নীতি প্রতিরোধে সৎ কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কিছু লোক একই জায়গায় কাজ করছিল, তাদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সৈয়দ মোতাহের হোসেন জানান, কারাগারে মোট ৩৭ জন বিশেষ বন্দি (এমপি-মন্ত্রী) আছেন। তাদের মধ্যে ৯ জন এখন ডিভিশন পাচ্ছেন। আর বাকিদের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
- বিষয় :
- কারাগার
- পলাতক আসামি