সম্পদের হিসাব দিতে হবে উপদেষ্টাদের

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৪৮
সম্পদের হিসাব দিতে হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ এ-সংক্রান্ত খসড়া প্রস্তাবে অনুমোদন দেয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’-এর খসড়া উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হয়।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তি, যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, তারা প্রতিবছর আয়কর জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে নীতিমালায় সংযুক্ত ছকে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন– এমন বিধান রেখে খসড়া নীতিমালা উপদেষ্টা পরিষদ সভায় অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া সভায় অন্তর্বর্তী সরকারের ক্ষমতা ও দায়িত্ব, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা, সুযোগ-সুবিধা, পদত্যাগ ও আনুষঙ্গিক অন্য বিষয়ে বিধান করতে ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
- বিষয় :
- সম্পদের হিসাব
- অন্তর্বর্তী সরকার