ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ভূমি ও কৃষির জন্য আলাদা সংস্কার কমিশন দাবি

ভূমি ও কৃষির জন্য আলাদা সংস্কার কমিশন দাবি

মৌলিক ভূমি ও কৃষি ব্যবস্থাপনা সংস্কারের জন্য অবিলম্বে আলাদা কমিশন নিয়োগের দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২৭

ভূমি ও কৃষির জন্য অগ্রাধিকার ভিত্তিতে আলাদা সংস্কার কমিশন গঠন, অন্তর্বর্তীকালীন সরকারে ভূমি ও কৃষি মন্ত্রণালয়ের জন্য সার্বক্ষণিক উপদেষ্টা নিয়োগসহ ১০ দফা দাবি জানিয়েছে ভূমি, মানবাধিকার ও পরিবেশ নিয়ে কাজ করা ১১টি সংগঠন। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘মৌলিক ভূমি ও কৃষি ব্যবস্থাপনা সংস্কারের জন্য অবিলম্বে আলাদা কমিশন নিয়োগের দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংগঠনগুলো হলো– এএলআরডি, নিজেরা করি, ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বারসিক, কাপেং ফাউন্ডেশন, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, ইনসিডিন-বাংলাদেশ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে মূল বক্তব্য পাঠ করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। তিনি বলেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারার কার্যকর বাস্তবায়নের নির্দেশনা দিতে হবে। ভূমিহীন ব্যক্তিদের খাস জমি বন্দোবস্ত ও দখলস্বত্বের নিরাপত্তা নিশ্চিত এবং সহজ শর্তে কৃষিঋণসহ কৃষি উপকরণ সহায়তা ও কারিগরি সহযোগিতা দেওয়ার নিয়মিত কার্যক্রম গ্রহণ করতে হবে। এ ছাড়া সংখ্যালঘুদের ভূমি-নাগরিক অধিকার ও নিরাপত্তার সুরক্ষা দিতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পুরোপুরি বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং একটি স্থায়ী সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বারসিকের পরিচালক ও গবেষক পাভেল পার্থ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ব্লাস্টের পরিচালক অ্যাডভোকেট বরকত আলী, কাপেং ফাউন্ডেশনের প্রতিনিধি উজ্জ্বল আজিম, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের আইনজীবী নাহিদ শামস, জাতীয় আদিবাসী পরিষদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিরালা মার্ডি ও বেলার আইনজীবী ব্যারিস্টার রুমানা শারমিন।

আরও পড়ুন

×