ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

জলাতঙ্ক প্রতিরোধে কুকুর নিধনের পক্ষে নন উপদেষ্টা ফরিদা

জলাতঙ্ক প্রতিরোধে কুকুর নিধনের পক্ষে নন উপদেষ্টা ফরিদা

উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:১০

জলাতঙ্ক প্রতিরোধে কুকুর নিধন করতে চান না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, যদি ৭০ শতাংশ টিকার মাধ্যমে জলাতঙ্কের শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায়, তাহলে সেটি আমরা করব না কেন? কুকুর নিধনের মতো চিন্তাভাবনা কারও থাকা উচিত নয়। একটি প্রাণকে হত্যা করা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। 

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রোববার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) যৌথভাবে এ আয়োজন করে প্রাণিসম্পদ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং বন অধিদপ্তর।

উপদেষ্টা ফরিদা বলেন, মানুষ বুদ্ধিমান প্রাণী এবং ভূপৃষ্ঠে সবচেয়ে প্রভাবশালী ও সভ্যতা নির্মাণকারী হলেও প্রয়োজনের অতিরিক্ত প্রাণ বিনাশ মানুষের বেঁচে থাকার পরিবেশকেই ধ্বংস করে দিচ্ছে। মানবিক ও প্রাণবিক বিষয়গুলো মানুষ এক করে ফেলছে। তাই প্রাণী রক্ষায় মানুষকে আরও মানবিক হতে হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক এবং রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজির আহমেদ। 

আরও পড়ুন

×