ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে

সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:২৬

যুবদলের নেতা শামীম মোল্লাকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাগীব নূর সোমবার এ আদেশ দেন।

এর আগে সুলতান মোহাম্মদ মনসুরকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পল্টন থানা-পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, শামীম মোল্লাকে হত্যা মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সুলতান মোহাম্মদ মনসুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কানাডা থেকে দেশে ফেরার পর সোমবার সকালে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

×