এমএসএফের প্রতিবেদন
নারী-শিশুর ওপর সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৪৩
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এমএসএফ জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বরে ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা আগস্টের তুলনায় অনেকাংশে বেড়েছে, যা উদ্বেগজনক। সেপ্টেম্বরে ২০৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে, যা আগের মাসের তুলনায় ৭০টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ৩৫টি; সংঘবদ্ধ ধর্ষণ ১১টি; ধর্ষণ ও হত্যার ঘটনা রয়েছে দুটি। ধর্ষণের শিকার হয়েছে পাঁচ প্রতিবন্ধী শিশু ও কিশোরী।
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফের সংগৃহীত তথ্যের ভিত্তিতে সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এমএসএফ মনে করে, নারী-শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা, তা দৃশ্যমান হচ্ছে না।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আইনজীবী সুলতানা কামালের সই করা প্রতিবেদনে বলা হয়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও এ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দুকযুদ্ধ ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে মৃত্যুর ঘটনাও রয়েছে। রাজনৈতিক সহিংসতায় হতাহত বাড়ছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা তথা সাংবাদিকতা এবং মত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সংখ্যালঘুদের প্রতি সহিংসতার ধারাবাহিকতা রয়ে গেছে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে। গণপিটুনির ঘটনা ঘটছে। নতুনভাবে যুক্ত হয়েছে ধর্মীয় অজুহাতে সংস্কৃতির ওপর হামলার ঘটনা। এসব ঘটনা বাড়ায় এমএসএফ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে।
প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে বিএনপির দলীয় কর্মীদের মধ্যে সংঘাত লক্ষণীয়ভাবে বেড়েছে। রাজনৈতিক সহিংসতার ৪৮টি ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন ৬২৪ জন। তাদের মধ্যে পাঁচজন নিহত ও ৬১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন বিএনপির ও একজন ট্রলিচালক। চার আওয়ামী লীগের কর্মী দুষ্কৃতকারীর পিটুনিতে নিহত হন। দেশে বেড়েছে গণপিটুনি। এ ধরনের ৩৩টি ঘটনায় প্রাণ গেছে ২৪ জনের।
- বিষয় :
- নারী ও শিশু নির্যাতন