ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ডেঙ্গুতে এক দিনে আরও ৮ জনের মৃত্যু 

ডেঙ্গুতে এক দিনে আরও ৮ জনের মৃত্যু 

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪ | ২১:৪৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জন পুরুষ ও ছয়জন নারী। এ নিয়ে অক্টোবরের ১৭ দিনে ডেঙ্গুতে ৭১ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০০ জন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৭ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ৬ শতাংশ নারী। আর ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৫০ জনের। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৪, ঢাকা উত্তর সিটিতে ২৪ ও দক্ষিণ সিটিতে ১৬০, খুলনা বিভাগে ১৪৩ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩২, রংপুরে ২৬ ও সিলেটে চারজন ভর্তি হয়েছেন।

সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৯৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৭৫৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১ হাজার ৯৯১ জন ভর্তি রয়েছেন। 

দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এডিস মশাবাহিত এ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

আরও পড়ুন

×