ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

৫৯তম ডিজিসিএ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান

৫৯তম ডিজিসিএ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪ | ০১:০৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ | ১৬:১৯

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) ৫৯তম ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সম্মেলনে অংশ নিয়েছেন বেবিচক চেয়ারম্যান মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

‘শেপিং দ্য ফিউচার অব অ্যাভিয়েশন: সাসটেইনেবল রেসিলিয়েন্ট অ্যান্ড ইনক্লুসিভ’ প্রতিপাদ্যে গত ১৪ অক্টোবর ফিলিপাইনের সেবুতে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। শেষ হয় ১৮ অক্টোবর। 

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিঞা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, এবারের সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ ৩৯টি দেশের চেয়ারম্যান, মহাপরিচালক ও তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের ফাঁকে বেবিচক চেয়ারম্যান আইকাও কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো ও মহাসচিব জুয়ান কার্লোস সালাজারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নের প্রশংসা করেন।

সম্মেলনে বাংলাদেশের পক্ষে দুটি ডিসকাশন পেপার উপস্থাপন করা হয়। পেপারগুলো হলো- ‘ব্যালান্সিং রেগুলেটরি রিকুয়ারমেন্টস অ্যান্ড ইনোভেশন ইন অ্যাভিয়েশন’ এবং ‘দ্য রোল অব অ্যাভিয়েশন ট্রেইনিং ইন শেপিং এ সাসটেইনেবল রেসিলিয়েন্ট অ্যান্ড ইনক্লুসিভ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি’। আইকাও, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ উপস্থাপিত পেপারগুলোর ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচক চেয়ারম্যান বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফ্রান্স, ও জাপানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশগুলো বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি তারা বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া ৫৯তম ডিজিসিএ সম্মেলন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মেলনের মাধ্যমে অ্যাভিয়েশন খাতে নতুন দিগন্তের পথ উন্মোচিত হবে এবং অ্যাভিয়েশন শিল্পে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×