নিজস্ব জনবল দ্বারা স্বাবলম্বী হতে চায় বেবিচক

ছবি-সংগৃহীত
শহিদুল আলম
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪ | ০৫:১৩ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ | ১১:২০
নিজস্ব জনবল দ্বারা সিভিল এভিয়েশনকে স্বাবলম্বী করার চেষ্টা চলছে। উন্নত যাত্রীসেবা নিশ্চিতে বিমানবন্দরগুলোতে পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে জনবল। এরই অংশ হিসেবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরে বিমানবাহিনীর ১৪০০ দক্ষ কর্মকর্তা ও সদস্যকে নিয়োজিত করা হয়েছে।
বেবিচক কর্মকর্তারা জানান, ৫ আগস্ট সরকার পতনের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা রানওয়ে এলাকায় অস্ত্র ও পোশাক ফেলে দ্রুত পালিয়ে যান। ফলে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বেকায়দায় পড়ে কর্তৃপক্ষ। সে সময় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবাহিনীর ১৪০০ সদস্য নিয়োজিত করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, নিজস্ব জনবল দ্বারা সিভিল এভিয়েশনকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। উন্নত যাত্রীসেবায় বিমানবন্দরে জনবল বাড়ানো হয়েছে। নতুন নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে আরও জনবল বাড়ানো হবে।
মঞ্জুর কবীর ভুঁইয়া আরও বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে ফ্লাইট পরিচালনায় এগিয়ে আসছে বিদেশি নামিদামি বিভিন্ন এয়ারলাইন্স। এতে ঢাকা থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বাড়ছে যাত্রীসংখ্যা। পাশাপাশি রাজস্ব আয় বাড়ছে। এরই মধ্যে ঢাকা-আদ্দিস আবাবা রুটে ইথিওপিয়ান এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। রোববার বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-আদ্দিস আবাবা রুটে যাত্রা শুরু করেছে এয়ারলাইন্সটি।
বেবিচক জানায়, বর্তমানে বাংলাদেশ থেকে বছরে ১২ থেকে ১৩ মিলিয়ন যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। জরিপ বলছে, ২০৩৫ সাল নাগাদ এই যাত্রীর সংখ্যা ২৬ মিলিয়নে গিয়ে ঠেকবে। সেভাবে বেবিচক তৃতীয় টার্মিনাল প্রস্তুত করছে।
- বিষয় :
- বেবিচক