ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আসিফ নজরুলকে লাঞ্ছিতের নিন্দা জামায়াতের

আসিফ নজরুলকে লাঞ্ছিতের নিন্দা জামায়াতের

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ২০:৩৪

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার বিবৃতিতে বলেছেন, বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের মর্যাদার উপর প্রচন্ড আঘাত।

বিবৃতিতে বলা হয়েছে, ৭ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের আসিফ নজরুলের সঙ্গে কতিপয় দুষ্কৃতকারী উদ্ধত ও অশোভন আচরণ করেন এবং দলীয় স্লোগান দিতে থাকেন। এ অনভিপ্রেত ঘটনার নিন্দা এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।

আসিফ নজরুলের সঙ্গে জেনেভায় এবং আরেকজন উপদেষ্টার সঙ্গে প্যারিসে অবমাননাকর আচরণে জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লখেন, যে আচরণ হয়েছে তাতে প্রমাণ হয়, আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি। স্বতঃসিদ্ধ কথা- ‘কয়লা ধুইলে ময়লা যায় না’।

আরও পড়ুন

×