নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান শুরু

ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ১৯:৩৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ | ১৯:৪৩
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এ অনুষ্ঠান শুরু হয়।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন তিনজন। তবে নতুন উপদেষ্টা হিসেবে কারা যুক্ত হচ্ছেন শপথের আগে তা জানাতে চাননি তিনি।
বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে ২৪ জন হবে।
এর আগে অন্তর্বর্তী সরকারে অধ্যাপক মো. সায়েদুর রহমানসহ চারজন উপদেষ্টা যুক্ত হওয়ার খবর জানা যায়। পরে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আজ নতুন করে তিনজন যুক্ত হচ্ছেন। তারা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে আলোচনায় রয়েছে দুজনের নাম। তারা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদাবক্স চৌধুরী।
সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।
মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
মাহফুজ আলম বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। তিনি ২০২৪ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন। মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সমন্বয়ক। তিনি ছাত্র আন্দোলনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত হন। এছাড়াও তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
- বিষয় :
- শপথগ্রহণ