সেখ বশির বাণিজ্য ও ফারুকী পেলেন সংস্কৃতি মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ২১:৫৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ | ১৩:৫৫
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেওয়ার পর তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।
মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হয়নি।
- বিষয় :
- অন্তর্বর্তী সরকার
- উপদেষ্টা পরিষদ
- শপথগ্রহণ