জ্বালানি উপদেষ্টা
আগামী সপ্তাহের মধ্যে ৪০টি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ০১:০৫
দেশে গ্যাসের সরবরাহ কমে আসায় এখন থেকে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, দিনকে দিন দেশে গ্যাসের সরবরাহ কমে আসছে। তাই এখন থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ওপর আলাদা গুরুত্বারোপ করা হবে। আগামী সপ্তাহের মধ্যে ৪০টি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করা হবে। যেগুলো থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
সোমবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-ইডকল আয়োজিত ওয়ার্কশপে এ কথা বলেন তিনি।
এসময় শিল্পখাতে রুফটপ সোলার প্রযুক্তি ব্যবহার করে সক্ষমতা বৃদ্ধিসহ একটি টেকসই অবকাঠামো নির্ভর বাংলাদেশ নির্মাণে বেশকিছু পদক্ষেপ নেওয়ার কথা জানান জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার উন্নয়নের নামে টাকা অপচয় করবে না।
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের ওপর কর মওকুফ না করলে কারখানা মালিকরা আগ্রহী হবে না বলে জানান নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে শিল্প কারখানাকে সোলার পাওয়ারের আওতায় আনতে ভ্যাট ট্যাক্স কমানোর আহ্বান জানান তিনি।
কর্মশালায় বক্তারা আরও জানান, গ্রিডের বিদ্যুতের চেয়ে সৌর বিদ্যুতের খরচ অর্ধেকেরও কম।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সদস্যদের মাঝে রুফটপ সোলার প্রযুক্তি উৎসাহিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে রুফটপ সোলার উৎস থেকে চার হাজারের বেশি বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে তুলে ধরা হয় কর্মশালায়।
- বিষয় :
- জ্বালানি উপদেষ্টা