ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ড. ইউনূস

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা চাই

সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় সহযোগিতার আশ্বাস এরদোয়ানের

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা চাই

আজারবাইজানে জলবায়ু সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রিসেপ তায়েপ এরদোয়ান- পিআইডি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ | ০০:৩৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ | ০১:৩৩

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেশির ভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। গ্রিনহাউস গ্যাস নির্গমন আরও বেশি দ্রুত ও টেকসই উপায়ে হ্রাস করতে ব্যাপক আন্তর্জাতিক পদক্ষেপ নিতে হবে। গতকাল মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে জার্মানি ও চিলি আয়োজিত ক্লাইমেট ক্লাবের সভায় তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে ক্লাইমেট ক্লাবের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তিনি বিশেষ করে উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে কম কার্বন নির্গমন প্রযুক্তি প্রদর্শন ও স্থাপনা গড়ার আহ্বান জানান। তিনি বলেন, অর্থায়নের সীমিত সুযোগ রয়েছে, এমন দেশ বিশেষ করে বাংলাদেশের মতো দুর্বল উন্নয়নশীল দেশগুলোতে অধিক মূলধন বিনিয়োগ করা শিল্পের জন্য একটি বাধা। প্যারিস চুক্তির আর্টিকেল ৬.৮-এর অধীনে আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা অপরিহার্য।

 ‘ঋণ পাওয়া মানবাধিকার’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাকুতে এক অনুষ্ঠানে বলেছেন, ঋণ পাওয়া মানবাধিকার। ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে ‘এ গ্লোবাল কনভারসেশন: অ্যাকসেস টু ফাইন্যান্স ফর স্মল স্কেল ফার্মার্স’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠান পরিচালনা করেন। এতে নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবন-পারমার, ডাচ যুবরাজ জেইমি বার্নার্ডোও উপস্থিত ছিলেন। 

ড. ইউনূস বলেন, একজন কৃষককে ঋণের সুযোগ দেওয়া হলে তিনি উদ্যোক্তা হতে পারেন। প্রতিটি ব্যবসার জন্য অর্থ এবং বিনিয়োগের প্রয়োজন হয়। কৃষক শুধু ফসল ফলান না; বাজারে বিক্রিও করেন। দেশগুলোকে গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থা নতুন করে সাজানো উচিত, যাতে কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করা যায়। প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত।

এতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইভন পিন্টো বলেন, কৃষকদের ঋণ পাওয়ার পর থেকে বিশ্বব্যাপী ধানের উৎপাদন বেড়েছে। খবর বাসস ও ইউএনবির।

এরদোয়ানের সঙ্গে মতবিনিময়
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। একই সঙ্গে ব্যাপক সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার অভিযাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। বাকুতে গতকাল জলবায়ু সম্মেলনের ফাঁকে মতবিনিময়কালে এরদোয়ান এ অশ্বাস দেন। ড. ইউনূস কপ২৯ ভেন্যুতে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেন। তাদেরও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা।

আমিরাতের প্রেসিডেন্টকে ধন্যবাদ 
গতকাল সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ বেশ কয়েকটি দেশের নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন ড. ইউনূস। এ সময় তারা জলবায়ু সংকট সমাধানের উপায় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছেন। ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে আরব আমিরাতে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশি শ্রমিককে মুক্তি দেওয়ায় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট নাহিয়ানকে ধন্যবাদ জানান। 

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, ২০ জন বিশ্বনেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় তাঁকে অভিনন্দন জানান।
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করা অন্য নেতাদের মধ্যে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রপতি ডেনিস বেচিরোভিচ, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মটলি, আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা, লিখটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি।

এ ছাড়া মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব বাকুর রিৎজ কার্লটন হোটেলে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ড. ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রণ জানান। এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণ বৃত্তি ঘোষণা করবে বলেও জানান তিনি। ড. ইউনূস গ্র্যান্ড ইমামকে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ ঘুরে দেখতে সফরের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে চার দিনের সফরে বাকুতে অবস্থান করছেন।
সোমবার তিনি বাকু পৌঁছেন। তিনি কপ২৯ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করবেন। সোমবার সম্মেলন শুরু হয়েছে। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। বৈশ্বিক জলবায়ু সংকট সমাধানের লক্ষ্যে সম্মেলনে প্রায় ২০০ দেশের শীর্ষস্থানীয় নেতারা একত্রিত হয়েছেন। এবারের সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু সংকটে ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করা।

 

আরও পড়ুন

×