নোয়াখালীতে ইবনে সিনার শাখা উদ্বোধন
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০২:৩৫
আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে নোয়াখালীতে ইবনে সিনা ট্রাস্টের ২৫তম শাখা হিসেবে যাত্রা শুরু করেছে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এ উপলক্ষে শনিবার নোয়াখালীর দত্তবাড়ির মোড়ে অবস্থিত নোয়া কনভেনশন সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মো. আব্দুজ জাহের। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর চেয়ারম্যান কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য প্রশাসন অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম, ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসপাতাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ওয়ালিউর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ, নোয়াখালীর সিনিয়র ফিজিশিয়ান ডা. সোহরাব ফারুকী, জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মো. তুহিন ফারাবী প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ইবনে সিনা প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি তুলনামূলকভাবে কম খরচে এবং দরিদ্র রোগীদের ক্ষেত্রে বিনামূল্যে সেবা প্রদান করায় সর্বস্তরের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করে।
- বিষয় :
- নোয়াখালী