ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৪:৫৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ১৫:০৩

জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার সন্ধ্যা সাতটায় ভাষণ দেবেন তিনি। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে- অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে এই ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তাঁর ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

এরপর ১০ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা শপথ নেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪ জন।

whatsapp follow image

আরও পড়ুন

×