৩ মাসে জনপ্রশাসন
৮০ কর্মকর্তাকে ওএসডি, ১০১ জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২০:১৫
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে জনপ্রশাসনের সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত ৮০ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে ১০১ জন কর্মকর্তার চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশ করা গত তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত ৩ মাসে (আগস্ট-অক্টোবর) সিনিয়র সচিব/সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্মসচিব পদে ২২৬ জন, উপ-সচিব পদে ১২৫ জন, অন্যান্য ক্যাডারে ২২১ জন, সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৯ জন এবং সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৩৭ জনসহ সর্বমোট ৭৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
এ সময়ে চারজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে সহকারী সচিব থেকে সিনিয়র সচিব/সচিব পর্যায় পর্যন্ত ৮০ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এ সময়ে ১০১ কর্মকর্তার চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সর্বমোট এক হাজার ৮৭০ জনকে বদলি করা হয়েছে। ৬৫ জনকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন দিয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন এবং উল্লিখিত সময়ে পদোন্নতি বঞ্চিত হয়েছেন বা অন্য কোনো বঞ্চনার শিকার হয়েছেন এমন কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাযথ সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। বিভাগীয় কমিশনার পদে কর্মকর্তা নিয়োগ/বদলি ৪ জন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে কর্মকর্তা নিয়োগ/বদলি ৩ জন, জেলা প্রশাসক পদে কর্মকর্তা নিয়োগ/বদলি ৫৯ জন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মকর্তা নিয়োগ/বদলি ১১৮ জন, উপজেলা নির্বাহী অফিসার পদে কর্মকর্তা নিয়োগ/বদলি ১৬৫ জন, জেলা প্রশাসক পদে কর্মকর্তা পদায়নের জন্য ফিটলিস্ট প্রণয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মকর্তা পদায়নের জন্য ফিটলিস্ট প্রণয়ন, উপজেলা নির্বাহী অফিসার পদে কর্মকর্তা পদায়নের জন্য ফিটলিস্ট প্রণয়ন করা হয়েছে। সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব পদে ২০৯ জন কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে বদলি/পদায়ন করা হয়েছে; সহকারী সচিব পদের ৮ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এ সরকারের আমলে দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে ছুটি ১ দিন থেকে ২ দিন করা হয়েছে। আগের ৩ দিনের সাধারণ ও নির্বাহী আদেশের ছুটিকে বৃদ্ধি করে ২০২৫ সালে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন করা হয়েছে এবং ঈদুল আজহার ছুটি ৬ দিন করা হয়েছে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার লক্ষ্যে উপদেষ্টা পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে, যা উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে।
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য ২২ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত ১০০ দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ ১১ হাজার ৮০৭ পদ সৃজন, ৩৬ হাজার ১৩১ পদ সংরক্ষণ, ৩৫ পদ স্থায়ীকরণ, ৪ যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণ, ৮৩ পদ স্থানান্তর এবং ৩৬০ শূন্য পদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
- বিষয় :
- জনপ্রশাসন মন্ত্রণালয়
- ওএসডি