ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

দুই পর্বেই বিশ্ব ইজতেমা, আগে ‍জুবায়েরপন্থিরা

দুই পর্বেই বিশ্ব ইজতেমা, আগে ‍জুবায়েরপন্থিরা

বিশ্ব ইজতেমা। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২২:১৮

গত কয়েক বছরের মতো আসন্ন ২০২৫ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। রোববার জনপ্রশাসন বিভাগ থেকে তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ও ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়েরপন্থিদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাদপন্থিদের অধীনে অনুষ্ঠিত হবে।

পাঁচ দশকের বেশি সময় ধরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বের নানা প্রান্ত থেকে মুসল্লিরা তাবলিগ জামাতের এ সুবিশাল সমাবেশে অংশ নেন। কয়েক বছর আগে তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতৃত্বে অংশীদারিত্ব নিয়ে বিবাদ সৃষ্টি হয়। বিভক্ত হয়ে পড়েন মুসল্লিরা। ২০১৫ সালে তাবলিগের দিল্লির নিজামুদ্দিন বিশ্ব মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভির একক নেতৃত্বের বিরোধিতা করেন পাকিস্তান ও ভারতের কয়েকজন মুসল্লি। তাবলিগের মূল সিদ্ধান্তের ক্ষেত্রে নিজামুদ্দিন মারকাজের সমান ক্ষমতা দাবি করে তারা আলমি শূরা নামে কমিটি গঠন করেন। 

কেন্দ্রীয় নেতৃত্বে অংশীদারিত্বের বিবাদে দিল্লি-লাহোর জড়িয়ে পড়লে বিশ্বজুড়েই এর প্রভাব পড়ে। বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদেও ছড়িয়ে পড়ে এ বিভক্তি। এ সময় ১১ জন শূরা সদস্যের মধ্যে ৬ জন নিজামুদ্দিন মারকাজ ও মাওলানা সাদের পক্ষে অবস্থান নিলেও ৫ জন এর বিরোধিতা করেন। হেফাজতপন্থি আলেমরা তাদের সঙ্গে যুক্ত হলে বাংলাদেশেও এ বিভক্তি ছড়ায়। দুই পক্ষের উত্তেজনার মধ্যে ২০১৯ সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×