ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে এক দিনে আরও ৮ মৃত্যু

সর্বোচ্চ ১৩৮৯ জনের শনাক্ত

ডেঙ্গুতে এক দিনে আরও ৮ মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীরা। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২২:২৩

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছেন। এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৮৯ জন, যা এ বছর এক দিনে সর্বোচ্চ। এর আগে গত ৫ নভেম্বর ১ হাজার ৩৭০ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছেন ৪১৫ জন। ডেঙ্গুতে মৃত্যুর এ সংখ্যা দেশে এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ।

এক দিনে শনাক্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৫৫ জন, ঢাকা বিভাগে ৪১২, চট্টগ্রামে ১৭২, খুলনায় ১৫৯, বরিশালে ১২৩, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৪৪, রংপুরে ১৯ ও সিলেটে ৯ জন রয়েছেন। মারা যাওয়াদের মধ্যে ঢাকায় সাতজন ও চট্টগ্রামে একজন রয়েছেন। 

এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৫ হাজার ৫৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬৬ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৬৯ জন। 

চলতি বছরে ভর্তি রোগীর ৪৭ হাজার ৫৪০ জন ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৪৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ১৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে দেখা গেছে। এ বয়সের আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮৬১ জন, যা মোট আক্রান্তের ৪৪ দশমিক ৮২ শতাংশ। এ বয়সে মারা গেছেন ৯৯ জন, যা মোট মৃত্যুর ২৪ শতাংশ। ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন; মারা যান ১ হাজার ৭০৫ জন। 


 

whatsapp follow image

আরও পড়ুন

×