ডিএমপি কমিশনার
পুলিশকে জনগণের মুখোমুখি করেছিল স্বার্থান্বেষী মহল

সভায় বক্তব্য দিচ্ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ১৮:৫৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ | ২২:২৭
স্বার্থান্বেষী একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় তিনি এ মন্তব্য করেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, জনগণ আমাদের শত্রু নয়, আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না। এ দেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই। যেকোনো পরিস্থিতিতে আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই। ডিএমপির সব সদস্যকে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য ও পরামর্শ ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন।
- বিষয় :
- ডিএমপি কমিশনার