আন্তর্জাতিক পুরস্কার পেলেন কারুশিল্পী আমিনুল

কারুশিল্পী আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ২২:৩৮
ওয়ার্ল্ড ক্র্যারফটস কাউন্সিলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ফর হ্যান্ডিক্রা ফটস ২০২৪’ পেয়েছেন বাংলাদেশের কারুশিল্পী আমিনুল ইসলাম। নকশীকাঁথা ‘ময়ূরপঙ্খী’র জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।
কারুশিল্পীদের বৈচিত্র্যময় সব সামগ্রীর মধ্য থেকে বাংলাদেশের তিনটি পণ্য পুরস্কৃত হয়েছে। নকশীকাঁথা ছাড়া বাকি দুটি হলো– জামদানি ও কাঠের গহনার বাক্স। বাংলাদেশে এ মর্যাদাপূর্ণ কর্মযজ্ঞের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। পুরস্কারটি প্রবর্তন করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।
সম্প্রতি বেঙ্গল ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভিজ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এতে উপস্থিত ছিলেন ড. নিয়াজ জামান, বিবি রাসেল, লুভা নাহিদ চৌধুরীসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।
শিল্পী আমিনুল ইসলামের করা নকশীকাঁথার কাজটিতে ছিল ময়মনসিংহ গীতিকা থেকে নেওয়া চাঁদ সওদাগরসহ অন্য কিছু আখ্যান।