ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

এবছর ডেঙ্গুতে মৃত্যু নভেম্বরেই সবচেয়ে বেশি

এবছর ডেঙ্গুতে মৃত্যু নভেম্বরেই সবচেয়ে বেশি

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা- ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২০:০৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ২০:০৭

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে নভেম্বর মাসে ডেঙ্গুতে ১৭৩ জনের মৃত্যু হলো। অক্টোবর মাসে মত্যু হয়েছিল ১৩৫ জনের। ফলে এবছর ১১ মাসের মধ্যে নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যু দেখলো বাংলাদেশ। এতে চলতি বছর এই ভাইরাসে ৪৮৮ জনের মৃত্যু হলো। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭৫ জন। এতে নভেম্বরে ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। অপরদিকে অক্টোবরে ২৯ হাজার ৬৫২ জন রোগী ভর্তি হয়। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৪৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩১৯ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, ময়মনসিংহে ১৮ জন, চট্টগ্রামে ৭২ জন, খুলনায় ৬৬ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত একদিনে মারা যাওয়া তিনজনের মধ্যে সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৭ হাজার ৮৭৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ১০২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৩৮ জন এবং ১ হাজার ৭৬৪ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৪ হাজার ৮২২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৬৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

whatsapp follow image

আরও পড়ুন

×