ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে ছাত্র ফেডারেশনের সংহতি যাত্রা
ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২০:৩৮
জুলাই গণহত্যার বিচার ও ভারতীয় অধিপত্যবাদ প্রতিরোধে সংহতি যাত্রা কর্মসূচি পালন করেছে ছাত্র ফেডারেশন। শনিবার বিকেল ৪ টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সংহতি যাত্রা শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শুভ দেবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
মশিউর রহমান খান রিচার্ড বলেন, ভারত রাষ্ট্র শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করায় নেতৃত্ব দিচ্ছে। এই দেশে অবস্থিত পতিত ফ্যাসিস্টদের সহযোগিতায় দেশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তারা আমাদের দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে পদে পদে বাধা তৈরি করছে। আমাদের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারকে ব্যর্থ করার সকল চক্রান্ত রুখে দিতে অভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে "জাতীয় ছাত্র কাউন্সিল" গঠন করার আহবান জানাই। আগামীর বাংলাদেশ বিনির্মানে সম্প্রীতির ঐক্যকে যারাই ক্ষতিগ্রস্থ করতে চাইবে তাদের বিরুদ্ধেই ছাত্র-জনতার প্রতিরোধ ও সংহতি জোরদার করতে হবে।
সৈকত আরিফ তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি; তারা এখনও নানা ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অভ্যুত্থানের পক্ষের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার। কিন্তু অভ্যুত্থানের তিন মাস পেরিয়ে গেলেও অন্তবর্তীকালীন সরকারের তরফ থেকে কোন সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ আমরা দেখতে পাইনি।
তিনি বলেন, আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি জানাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্য রক্ষা করতে যথাযথ পদক্ষেপ নিন। সংকীর্ণ গোষ্ঠীস্বার্থে যদি অভ্যুত্থানের ঐক্যকে আপনারা ভাঙনের মুখে ঠেলে দেন বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।
সংহতি যাত্রায় জেএসডি ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. নাহিদ, ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক ফারহানা মুনা, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল রহমান, ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক, সদস্য সচিব সাকিবুর রনি, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক নুসরাত হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- বিষয় :
- ঢাবি