ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কর্মশালায় প্রধান বিচারপতি

দেশের গণতন্ত্রের মূল স্তম্ভ বিচার বিভাগ

দেশের গণতন্ত্রের মূল স্তম্ভ বিচার বিভাগ

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্যভুক্তদের সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২১:২৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ২২:১৯

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগকে বাংলাদেশের গণতন্ত্রের মূল স্তম্ভ। এর শক্তি নির্ভর করে দুইটি গুরুত্বপূর্ণ স্তম্ভ- বেঞ্চ (আদালত) ও বারের (আইনজীবী সমিতি) সুষম সহযোগিতার ওপর। বার শুধু বিচার প্রক্রিয়ার একটি অংশ নয়, ন্যায়বিচারের পবিত্রতা ও কার্যকারিতা রক্ষারও সমান অংশীদার।

শনিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ২০২৪ সালে সমিতির সদস্যভুক্ত হওয়া আইনজীবীদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে আপনার ভূমিকা শুধু আইনজীবী হিসেবে সীমাবদ্ধ নয়, আপনি আইন পেশার অভিভাবক এবং বিচার বিভাগের প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। জাতি ও ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা, আপনারা যত্ন, পেশাদারিত্ব এবং গভীর দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন, যাতে বিচার বিভাগ সাংবিধানিক দায়িত্ব পালনে সমর্থ হয়।

এ সময় প্রধান বিচারপতি তার দায়িত্ব গ্রহণের পর নেওয়া কয়েকটি পদক্ষেপের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন। 

অনুষ্ঠানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালা শুরুর আগে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, ২০২৪ এর গণআন্দোলনে নিহত এবং সম্প্রতি চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

whatsapp follow image

আরও পড়ুন

×