ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ডা. শফিকুর রহমান বললেন

আমরা জাতিকে আর বিভক্ত দেখতে চাই না

আমরা জাতিকে আর বিভক্ত দেখতে চাই না

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ০৬:৫৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশ কারও একার নয়, দেশ সবার। আমরা ঐক্যবদ্ধ জাতি চাই, আর বিভক্ত দেখতে চাই না। সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

গতকাল সোমবার সকালে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় জেলা জামায়াত আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গিয়ে অনেকে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যান। নিজেদের দেশের মালিক আর জনগণকে ভাবেন ভাড়াটিয়া। আমরা খেদমত করার সুযোগ পেলে সেবক হিসেবে কাজ করব, মালিক হিসেবে নয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী। সমাবেশে বরিশাল বিভাগের জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি জানান, দুপুরে স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি বাজারে এক পথসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, এ দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের। আমরা মিলেমিশে বসবাস করব। 

বক্তব্যের পর ছারছীনা দরবার শরিফে গিয়ে মাজার জিয়ারত করে বানারীপাড়া উপজেলার উদ্দেশে রওনা দেন জামায়াত আমির।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, বিকেলে বানারীপাড়া পৌর শহরে রায়েরহাট ব্রিজের ঢালে পথসভায় শফিকুর রহমান বলেন, মাথার ওপর চিল ঘোরাফেরা করছে। সবাইকে সজাগ থাকতে হবে। বুকের রক্ত থাকতে দেশের এক ইঞ্চি জায়গা কারও হাতে ছেড়ে দেব না।

মাদারীপুর প্রতিনিধি জানান, গতকাল রাত ৭টায় সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর জাতি জিম্মি দশায় ছিল। মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে। এসব করেছে যারা, উঁচু তলায় থাকে তারা।

আরও পড়ুন

×