ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

ছাত্র সংগঠনে বৈরিতা প্রশ্নবিদ্ধ সংহতি

ছাত্রদল ও ছাত্রশিবিরে দূরত্ব নেই বামপন্থি আট সংগঠন

ছাত্র সংগঠনে বৈরিতা প্রশ্নবিদ্ধ সংহতি

ফাইল ছবি

 যোবায়ের আহমদ

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ২৩:১০

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি সোমবার শেষ হলেও সব ছাত্র সংগঠন এক ছাতার নিচে আসতে পারেনি। সারাদেশেই মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্রশিবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা অস্পষ্ট জানিয়ে যুক্ত হয়নি বামপন্থি আট সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট। তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে পদযাত্রা করে। ফলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য নিয়ে উঠেছে প্রশ্ন।
গত ২৬ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ছাত্রদল, ছাত্রশিবিরসহ ১৯ ছাত্র সংগঠন বৈঠক করে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা দেয়। সভায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারি এস এম ফরহাদ, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা যোগ দেন। তবে গত এক সপ্তাহে ঐক্যের বদলে ছাত্রদল ও ছাত্রশিবিরের বৈরিতা প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে ছাত্রদলের ভাষ্য, ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন। তবে শিবির অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ সমকালকে বলেছেন, বৈরিতা ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। কিছু দিনের মধ্যে তাদের সঙ্গে বৈঠক হবে, সেখানে সব বিষয় উঠে আসবে।

গত ২১ নভেম্বর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। ২৯ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জে সংগঠন দুটির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ছয়জন আহত হন। আর ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের জেরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে প্রশাসন।
এমন প্রেক্ষাপটে গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে ছাত্রদলসহ বাম সংগঠনের অনেকে উপস্থিত হননি।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান মন্তব্য করতে রাজি হননি। চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, তিনটি প্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মধ্যে ছাত্রদল-ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা আছেন। অথচ শুধু ছাত্রশিবিরকে দায়ী করা হচ্ছে।
গত ২৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সভা থেকে রাবির সব ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়।  পরে আর কোনো কর্মসূচি দেখা যায়নি।

ছাত্র আন্দোলনের রাবির সমন্বয়ক জি কে এম মেশকাত চৌধুরী মিশু বলেন, ‘সবাইকে এক ছাতার নিচে আনার চেষ্টা করেছিলাম। তবে বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অনিচ্ছায় তা সম্ভব হয়নি।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় বসা সম্ভব হয়নি।’
গত ১৯ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় ছাত্রশিবির নেতারা উপস্থিত হলে ছাত্রদল ও বাম সংগঠনগুলো বিরোধিতা করে। একপর্যায়ে হট্টগোল শুরু হলে প্রশাসন সভা স্থগিত করে। পরে ছাত্রদলসহ বামপন্থি সংগঠনের নেতাকর্মীরা শিবিরকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে মিছিল করে।
এদিকে সংহতি সপ্তাহ ঘোষণার দু’দিন পর ২৮ নভেম্বর সব ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সভা করে ছাত্রশিবির। এতে ছাত্রদলের কেউ অংশ নেননি। এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমরা দাওয়াত পাইনি। সাংগঠনিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা জানা নেই।’ তবে ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, ‘সব ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি। কল ও এসএমএস দিয়েছি। ব্যস্ততার কারণে হয়তো ছাত্রদল নেতারা আসতে পারেননি। তবে তারা ডাকলে আমরা যাব।’
মুখোমুখি অবস্থানের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, ‘নামে-বেনামে শিবিরের নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডায় লিপ্ত। এতে আস্থার সংকট তৈরি হয়েছে। আবার শিবিরের আত্মগোপনের রাজনীতি নিয়ে শিক্ষার্থীরাও আতঙ্কিত। দূরত্ব কমাতে হলে সহনশীল এবং সবার আগে প্রপাগান্ডা বন্ধ করতে হবে।’ তবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রশ্নে তারা ঐক্যবদ্ধ আছেন বলে জানান তিনি।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ মিথ্যা। অবস্থা এমন হয়েছে, ছাত্রদল যে কাউকে শিবির বানাচ্ছে। এতে অনাস্থা তৈরি হচ্ছে।’ তবে তিনি বলেন, ‘টকশোসহ বিভিন্ন জায়গায় তারা আমাদের নামে নেতিবাচক বক্তব্য দিচ্ছেন। এর পরও জাতীয় স্বার্থে ঐকমত্য এবং বসতে চাইলে আমাদের কোনো শর্ত নেই। আমরা যাব।’
(প্রতিবেদন তৈরিতে চবি প্রতিনিধি মারজান আক্তার, রাবি প্রতিনিধি অর্পণ ধর ও জাবি প্রতিনিধি তারেক হোসেন তথ্য দিয়েছেন)

আরও পড়ুন

×