সংবিধান সংস্কারে জাতীয় জনমত জরিপ শুরু আজ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ০৪:০৪
সংবিধান সংস্কার নিয়ে নাগরিকদের মতামত নিতে সারাদেশে জনমত জরিপ শুরু হচ্ছে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষে দেশের ৬৪ জেলায় আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ জরিপ করবে। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বুধবার সংস্কার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যমান সংবিধান সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত ৭ অক্টোবর কমিশন গঠন করে। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করবে এই কমিশন। এ লক্ষ্যে সংস্কার কমিশন এরই মধ্যে সংশ্লিষ্ট অংশীজন ছাড়াও বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছে।
কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামতও নেওয়া হয়েছে, যেখানে ৫০ হাজার ৫৭৩ জন মতামত দিয়েছেন। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও লিখিত মতামত নেওয়া হয়েছে।
- বিষয় :
- সংবিধান সংস্কার কমিশন