গিয়াসউদ্দিন আহমেদ মারা গেছেন
সংবাদপত্র প্রকাশনা জগতের বর্ষীয়ান ব্যক্তিত্ব গিয়াসউদ্দিন আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ০৫:৪৩
সংবাদপত্র প্রকাশনা জগতের বর্ষীয়ান ব্যক্তিত্ব গিয়াসউদ্দিন আহমেদ (৮৩) আর নেই। গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তির পর তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গিয়াসউদ্দিন আহমেদ সত্তরের দশকের শুরুতেই দৈনিক বাংলার বাণীর মাধ্যমে মুদ্রণ ও প্রকাশনা শিল্পে কর্মজীবন শুরু করেন। এর পর একে একে দ্য বাংলাদেশ টাইমস, দৈনিক জনতা, দৈনিক নয়া দিগন্ত, শেয়ার বাজারসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন তিনি। দেশের প্রতিকূল পরিবেশে সংবাদপত্র মুদ্রণ ও প্রকাশে তাঁর বিশেষ অবদান রয়েছে।
প্রয়াত আলোকচিত্র সাংবাদিক সানজিদ আহমেদ শিপু তাঁর কনিষ্ঠ সন্তান। শনিবার বাদ আসর মধ্যবাড্ডা কবরস্থান মসজিদে জানাজা শেষে প্রয়াত পুত্রের কবরে তাঁকে সমাহিত করা হয়। আজ সোমবার বাদ আসর কবরস্থান-সংলগ্ন বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে গিয়াসউদ্দিন আহমেদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে দোয়ার জন্য অনুরোধ করেছে পরিবার।
- বিষয় :
- মৃত্যু