ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ভারতে দলবদ্ধ ধর্ষণে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারের খবর সঠিক নয়

ভারতে দলবদ্ধ ধর্ষণে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারের খবর সঠিক নয়

প্রতীকী ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৮:০০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৪:০৫

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সিলেট আওয়ামী লীগের চার নেতা ভারতের কলকাতায় গ্রেপ্তার হওয়ার খবরটি সঠিক নয়। ৮ ডিসেম্বর কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করার কথা জানিয়েছিল স্থানীয় পুলিশ। তবে পরে আগের তথ্য সংশোধন করে শিলং পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় নয়, ওই চার বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন একটি ফৌজদারি মামলায়।  

গ্রেপ্তার চারজন হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও সদস্য ইলিয়াস হোসেন জুয়েল।

শিলং পুলিশ প্রথমে জানিয়েছিল, আওয়ামী লীগের ওই নেতারা পালিয়ে শিলংয়ে গেছেন। সেখানে তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে এবং সেই মামলায় তারা গ্রেপ্তার হয়েছেন। পলাতক রয়েছেন আরও দুজন। তবে গত ১০ ডিসেম্বর মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদাশিশা নংরাং বিবিসি বাংলাকে জানান, সিলেটের চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মেঘালয়ে ধর্ষণের অভিযোগ আছে বলে যে খবর রটেছে, তা সঠিক নয়। ভারতের ডাউকি সীমান্তে ট্রাক চালকদের সঙ্গে গত অক্টোবরে হাতাহাতির ঘটনায় অভিযুক্ত হন ওই চারজন।

সংশোধনী: এই প্রতিবেদনে শিলং পুলিশের বরাত দিয়ে প্রথমে বলা হয়েছিল, ভারতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার হয়েছেন, তবে তথ্যটি সঠিক নয় বলে পরে নিশ্চিত হওয়া গেছে। সঠিক তথ্য হলো, সিলেট আওয়ামী লীগের ওই চার নেতা গ্রেপ্তার হয়েছেন একটি ফৌজদারী মামলায়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃশিত। -বা.স.

 

আরও পড়ুন

×