বুটেক্সে রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন রাশেদা বেগম দিনা
অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ২০:৩৪ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ২২:০৪
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে প্রতিষ্ঠানটির ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা বেগম দিনাকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতাসহ পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। ১০ ডিসেম্বর, ২০২৪ থেকে তা কার্যকর হবে।
উল্লেখ্য, বুটেক্সের রেজিস্ট্রার কাবেরী মজুমদার ৯ ডিসেম্বর থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
- বিষয় :
- বুটেক্স