সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি
পৌনে ১০ লাখ শিক্ষার্থীর লটারি ১৭ ডিসেম্বর
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২১:২৭
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শেষ হয়েছে। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন নেওয়া হয়। ১৮ দিনে আবেদন জমা পড়েছে পৌনে ১০ লাখেরও বেশি। শিক্ষার্থী ও অভিভাবকরা এখন ডিজিটাল লটারির অপেক্ষায়।
ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শেষে ১২ ডিসেম্বর লটারি হওয়ার কথা ছিল। তবে টেকনিক্যাল সমস্যার কারণে তা পিছিয়ে ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এদিন রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি অনুষ্ঠিত হবে। তবে ডিজিটাল লটারির ফলাফল ঘরে বসেই অনলাইনে ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তের আলোকে কেন্দ্রীয় ডিজিটাল লটারি প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি লক্ষ্যে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠান ১৭ ডিসেম্বর সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- স্কুলে ভর্তি
- লটারি
- মাউশি