ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

মানুষের অধিকার বাস্তবায়ন করা জরুরি: হুমা খান

মানুষের অধিকার বাস্তবায়ন করা জরুরি: হুমা খান

সভায় বক্তব্য দিচ্ছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৩:৫২

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান বলেছেন, শুধু কাগজপত্রে নয়, মানুষের অধিকারগুলো বাস্তবায়ন করা জরুরি। অনেক দেশ মানবাধিকার সনদে সই করে, কিন্তু বাস্তবায়ন দৃশ্যমান হয় না। তাই দেশে দেশে শ্রমিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই।’ 

হুমা খান বলেন, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গভেদে মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে। নৃ-জাতি গোষ্ঠীর সমস্যার সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। বিভেদ নয় যৌথ প্রয়াসের মাধ্যমে মানবাধিকার বাস্তবায়ন করতে হবে।

আন্তর্জাতিক মানবাধিকার সনদের ধারাগুলো বাস্তবায়ন করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের বলেন, বাংলাদেশের সংবিধানে ১৮টি মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। যা আন্তর্জাতিক সর্বজনীন মানবাধিকার ঘোষণার সঙ্গে সংগতিপূর্ণ। ২০২৪ এর মানবাধিকার দিবসে মুখ্য পর্যবেক্ষণ হওয়া গুরুত্বপূর্ণ যে, মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের অগ্রগতি কী পর্যায়ে রয়েছে। ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ ভেদাভেদ না করে মানুষের সমঅধিকার এবং মর্যাদার বিষয়ে সোচ্চার হতে হবে।

সভায় সমাপনী বক্তব্যে দেন ট্রাস্টি ডা. সারওয়ার আলী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দীপ্র নিশান্ত ও আবৃত্তি পরিবেশন করেন নাফিসা হাসান প্রকৃতি।
 

আরও পড়ুন

×