ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি

১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ ১৭ ডিসেম্বর

১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ ১৭ ডিসেম্বর

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৫:৫২

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের লটারি আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন নির্ধারিত হবে ১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য। তারা জানতে পারবে কে কোন বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হয়। ১৮ দিনে আবেদন জমা পড়ে প্রায় ১০ লাখ। ১২ ডিসেম্বর লটারি হওয়ার কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে ১৭ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে লটারি। তবে ঘরে বসেই ডিজিটাল লটারির ফল অনলাইন ও এসএমএসের মাধ্যমে জানা যাবে। 
 

আরও পড়ুন

×