ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

বিদ্যুৎ খাতে চুক্তি বাতিল অতটা সহজ নয়: সৈয়দা রিজওয়ানা

বিদ্যুৎ খাতে চুক্তি বাতিল অতটা সহজ নয়: সৈয়দা রিজওয়ানা

জ্বালানি সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৫:৩৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৬

আওয়ামীলীগ সরকার বিদ্যুৎ খাতে অনেক অসম চুক্তি করে গেছে। এখন এসবের দায় টানতে হচ্ছে। কিন্তু এসব চুক্তি বাতিল অতটা সহজ নয়। নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে। তবুও অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জটা নিয়েছে। এখন চুক্তিগুলো পর্যালোচনার মধ্যে আছে।

বুধবার ঢাকায় অনুষ্ঠিত জ্বালানি সম্মেলনে এ কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি-২০৫০ শীর্ষক তিনদিনের এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)।  

পরিবেশ উপদেষ্টা বলেন, বিরোধিতার মুখেও আওয়ামী লীগ সরকার অনেক প্রকল্প করে গেছে, যেগুলোতে অস্বাভাবিক খরচে করা হয়েছে। এখন সেগুলোর ঋণের বোঝা টানতে হচ্ছে। বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। এই ক্ষত সামলাতেই অন্তর্বর্তী সরকারের অনেকটা সময় লেগে যাচ্ছে।

সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ঢাকায় আবাসিক ভবনের ছাদে সোলার প্যাানেল আছে। এটা কাজ করে কিনা, তার তদারকি নেই। বিভিন্ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমিটা মূল মালিকদের ফিরিয়ে দেওয়ার সুযোগ আইনে নেই। তবে অধিগ্রহণ করা অব্য বহৃত জমি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন অথবা বনায়ন করে কাজে লাগানো যেতে পারে।

আরও পড়ুন

×