ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

মুক্তিযোদ্ধা বায়েস কমান্ডার মারা গেছেন 

মুক্তিযোদ্ধা বায়েস কমান্ডার মারা গেছেন 

মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ২১:৪০

বায়েস কমান্ডার নামে পরিচিত মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম (৭৩) মারা গেছেন। সোমবার রাতে ঢাকায় একটি বেসরকারি হাসাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

আব্দুল হাকিম স্ত্রী ও তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কুমিল্লার দেবীদ্বার থানার গজারিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীনে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন আব্দুল হাকিম। তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন

×