ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ২১:৪৩
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩৬। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। অন্য একজন চট্টগ্রাম বিভাগের। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭৩, খুলনা বিভাগে ৪৫, রাজশাহী বিভাগে ২৭, বরিশাল বিভাগে ২৩, ময়মনসিংহ বিভাগে ১৩, রংপুর বিভাগে তিন ও সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত মোট ৯৭ হাজার ৬০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২২৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। অন্যদিকে ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০০ জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে বরিশাল বিভাগে ৫৭, চট্টগ্রাম বিভাগে ৫১, ঢাকা বিভাগে ৪৯, ময়মনসিংহ বিভাগে ১৪, খুলনা বিভাগে ৩০, রাজশাহী বিভাগে আট, রংপুর বিভাগে দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় একজন ডেঙ্গুতে মারা গেছেন।
- বিষয় :
- ডেঙ্গু