পৃথক আট মামলায় আনিসুল ফারুকসহ ৯ জন কারাগারে
সাবেক মন্ত্রী আনিসুল হক, মুহাম্মদ ফারুক খান
আদালত ও সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ০২:০২
রাজধানীর ছয় থানার পৃথক আট মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, মুহাম্মদ ফারুক খানসহ ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শরিফুর রহমান গতকাল বুধবার শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
অন্যরা হলেন– সাবেক এমপি শাহজাহান ওমর, তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক এমপি জাতীয় পার্টি নেতা গোলাম কিবরিয়া টিপু, সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।
এর মধ্যে যাত্রাবাড়ী থানার নাসির হোসেন ও কাফরুল থানার আব্দুল হান্নান হত্যা মামলায় আনিসুল হক, যাত্রাবাড়ী থানার পারভেজ হত্যা মামলায় শমসের মবিন, বনানী থানার হত্যাচেষ্টা মামলায় শাহজাহান ওমর, নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মুহিবুল হক ও বাবুল সরদার, হাতিরঝিল থানার আল আমিন হত্যা মামলায় টিপু, মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় ফারুক খান, কাফরুল থানার রাব্বি মাদবর হত্যা মামলায় জিয়াউল আহসান এবং কাফরুল থানার রাব্বি মাদবর ও আব্দুল হান্নান হত্যা মামলায় আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
একই দিন গত জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তরা পূর্ব থানায় হওয়া হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষে এ আবেদন করা হয়। এর আগে ১০ ডিসেম্বর শমী কায়সারকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট।
এদিকে যশোর অফিস জানায়, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গতকাল গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে বিকেলে বিপুকে কারাগারে পাঠানো হয়।