ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

৫৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

প্রোপাগান্ডা রোধ ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান

প্রোপাগান্ডা রোধ ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ২৩:১৮

বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা রোধ এবং ফ্যাসিজমের বিরুদ্ধে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশের ৫৪ বিশিষ্ট নাগরিক। পাশাপাশি ভারতের কিছু গণমাধ্যমের চলমান বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা এ উদ্বেগ জানান।

এতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বে ও ভারতের সহযোগিতায় দেশে যে স্বৈরশাসন ও লুটপাট চলে আসছিল, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তার কবল থেকে নিজেদের মুক্ত করেছেন দেশের মানুষ। দেশের সব জাতি-গোষ্ঠী, ধর্ম, সামাজিক ও রাজনৈতিক মতামতের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে একত্রিত হয়ে রাস্তায় নেমে আসেন এবং হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেন। এখন যখন ভারতীয় সরকার গণহত্যাকারী পতিত স্বৈরশাসককে নিজেদের আশ্রয়ে রাখছে, তখন দেশটির সরকারের সমর্থনপুষ্ট কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নজিরবিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে। দেখা গেছে, এসব কথিত খবর হয় মিথ্যা, নয়তো বিভ্রান্তিমূলক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রায় দুই দশক ধরে চলা স্বৈরশাসনকে পরাজিত করার পর এখন জাতি হিসেবে আমরা চেষ্টা করছি গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জাতীয় পুনর্গঠনের পথে যাত্রা শুরু করতে। এ সময় আমাদের অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে এবং দেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার রুখে দিতে হবে। আমরা দেশবাসী ও গণমাধ্যমের প্রতি দেশবিরোধী এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন– শহিদুল আলম, অধ্যাপক মোস্তফা নাজমুল মানসুর, লতিফুল ইসলাম শিবলী, সুমন রহমান, জিয়া হাসান, ড. মারুফ মল্লিক, অধ্যাপক বখতিয়ার আহমেদ, কাজল শাহনেওয়াজ, ড. হাসান আশরাফ, আহমাদ মোস্তফা কামাল, সায়েমা খাতুন, স্বাধীন সেন, ড. সাইমুম পারভেজ, পাভেল পার্থ প্রমুখ। 

আরও পড়ুন

×