ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ডেঙ্গুতে একদিনে চারজনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে চারজনের মৃত্যু

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৪৫ জনের মৃত্যু হলো।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত একদিনে ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ঢাকার ১৪৮ জন, বরিশালের ৯ জন, চট্টগ্রামের ২১ জন, খুলনার ৪৪ জন, ময়মনসিংহের ৮, রাজশাহীর ৮ ও রংপুরের ১ ও সিলেটের ২ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৫ হাজার ৮৬১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৮২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১৮৮ জন। 

তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৬ হাজার ১৩৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৫০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৯৬ জন; আর ১ হাজার ৮৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৮ হাজার ৯১৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ২৭১ জন। ডিসেম্বরের প্রথম ১৩ দিনে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৭১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আর মৃত্যু হয়েছে ৫৭ জনের।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরও পড়ুন

×