ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকা ভাতা দাবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৯:২৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৯:৩০

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। তাদের দাবি, জুলাই নয় জানুয়ারি থেকে কার্যকর হতে হবে বর্ধিত ভাতা।

রোববার সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকরা জানান, আলোচনায় জুলাই থেকে ৩৫ হাজার টাকা করা হবে এমন প্রস্তাবে চিকিৎসকরা রাজি না। তারা এখন থেকেই ৩৫ কার্যকর চায়। তাই তারা এখনো শাহবাগে অবস্থান করছেন।

এর আগে আজ দুপুরে শুরু হওয়া স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের বাসায় আয়োজিত এক আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, রোববার সন্ধ্যা পর্যন্ত মাঠ ছাড়েননি ট্রেইনি চিকিৎসকরা। সন্ধ্যা সাতটার দিকেও শাহবাগে তাদের অবস্থান করতে দেখা গেছে।

বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী, জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×