মতিঝিল সরকারী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ১৭ ও ১৮ জানুয়ারি

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪ | ১৮:২৪
মতিঝিল (কেন্দ্রীয়) সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ও ১৮ জানুয়ারি মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় এ পুনর্মিলনীর জন্য রেজিষ্ট্রেশন চলছে।
আগ্রহীরা মতিঝিল বয়েজ হাই স্কুলে খোলা রেজিস্ট্রেশন বুথে এবং অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে।
পুনর্মিলনী উপলক্ষ্যে একটি তথ্যবহুল স্মরণিকা ও একটি ডায়রেক্টরি প্রকাশিত হচ্ছে। মতিঝিল (কেন্দ্রীয়) সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র ছাত্রী সমিতির উদ্যোগে পুনর্মিলনীটি আয়োজন করা হচ্ছে।
- বিষয় :
- রাজধানী
- প্রতিষ্ঠাবার্ষিকী