কন্টেন্ট চুরি মিডিয়া শিল্পের জন্য বড় হুমকি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫ | ২০:০০ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ | ২০:০১
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষার জন্য কন্টেন্ট (বিষয়বস্তু) চুরি রোধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, ‘ছবি, ভিডিও ও সংবাদ চুরি করা দেশের মিডিয়া শিল্পের জন্য বড় হুমকি। এ ব্যাপারে ইউনিয়নগুলোকে এগিয়ে আসা উচিত। বিষয়বস্তু চুরির বিরুদ্ধে নোয়াব ও সম্পাদক পরিষদেরও ব্যাপক প্রচার চালানো উচিত।’
আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বিষয়বস্তু চুরির প্রমাণ পাওয়া গেলে তাকে সতর্ক করা উচিত। ফের এই অপরাধের জন্য তাকে আদালতে বিচারের সম্মুখীন করে শাস্তি দেওয়া উচিত। আমাদের সাংবাদিকতাকে নৈতিক ও দায়িত্বশীল করে তুলতে হবে। তবেই আমরা আমাদের হাজার হাজার সাংবাদিককে কম বেতন দেওয়া থেকে রক্ষা করতে পারব। তাদের কারণে বাংলাদেশে সাংবাদিকরা ভালো বেতন পাচ্ছেন না। বাংলাদেশে সাংবাদিকতার ফাইন্যান্সিয়াল মডেল হচ্ছে না। যারা অরিজিনাল কনটেন্ট করবেন, তাদেরকে বাংলাদেশে প্রটেকশন দরকার।’
তিনি বলেন, একবার একটি নিউজ আউটলেট কোনো সংবাদ প্রকাশ করলে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হাজার হাজার অনলাইন আউটলেট সেই খবরগুলো চুরি করে পুনঃপ্রকাশ করে। বাবা-মা, ভাই-বোন, চাচা-ভাতিজা বা মামা-ভাগনে ডটকম টাইপের ওয়েবসাইটগুলো যেন এই কনটেন্টটা চুরি না করে। এটি শিল্পের জন্যও ক্ষতিকর বা দুর্বল প্রভাব ফেলে এবং সাংবাদিকদের মজুরি কমাতে এটি একটি বড় ভূমিকা পালন করছে।
- বিষয় :
- অন্তবর্তীকালীন সরকার
- প্রেস সচিব
- মিডিয়া
- চুরি