ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

২,২২৯ পরিবারকে ৪৭ কোটি টাকা সহায়তা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

২,২২৯ পরিবারকে ৪৭ কোটি টাকা সহায়তা

লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০০:৫৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ০১:০২

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ২ হাজার ২২৯ ব্যক্তির পরিবারকে ৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে শহীদ পরিবার ৬২৮, আহত ব্যক্তির পরিবার ১ হাজার ৬০১। 

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর শাহবাগে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ তথ্য জানান।

তিনি বলেন, ১০৯ কোটি ২০ লাখ টাকা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে জমা হয়েছে। এর মধ্যে আর্থিক সহায়তা হিসেবে ৪৭ কোটি ৩২ লাখ টাকা দেওয়া হয়। 

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তালিকায় অভ্যুত্থানে শহীদ ৮২৬ জন, আহত ১১ হাজার ৩০৬ জনের নাম লিপিবদ্ধ হয়েছে। সহায়তার ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে, সে জন্য নানাভাবে যাচাই করা হয়েছে।

শহীদ ও আহতের তালিকায় যুক্ত হওয়ার সময় বাড়ল 

ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথম ধাপের তালিকায় যাদের নাম বাদ পড়েছে, তারা নতুন করে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। গতকাল স্বাস্থ্যসেবা বিভাগের গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

হেলথ কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধান উপদেষ্টার

গণঅভ্যুত্থানে আহতদের দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় আহত দুই শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় হেলথ কার্ড বিতরণ করা হবে। হেলথ কার্ড উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা বলেন, এই হেলথ কার্ড থাকার অর্থ হলো, এক বছর পর হোক, দু’বছর পর হোক যে কোনো সময় দেশের যে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন। এই কার্ড সবসময়ই থাকবে। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ড. মুহাম্মদ আবুল কেনান এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সম্পাদক সারজিস আলম প্রমুখ।

আরও পড়ুন

×