ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ফেব্রুয়ারির শুরুতে ডাকসু নির্বাচন করতে চায় কর্তৃপক্ষ

ফেব্রুয়ারির শুরুতে ডাকসু নির্বাচন করতে চায় কর্তৃপক্ষ

ছবি: ফাইল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০২:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন কমিটির প্রথম সভা গতকাল বুধবার উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে কমিটির আহ্বায়ক আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকরামুল হক, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. আখতার হোসেন খান, কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ মাহবুবা সুলতানা ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ খান অংশ নেন। 

সভার বিষয়ে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, আমরা ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের মতামত গ্রহণ করব। আগামী ৮ জানুয়ারির মধ্যে এটি সম্পন্ন করব আমরা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ডাকসু নির্বাচনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। 

এদিকে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী। এ সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেওয়া না হলে কঠিন কর্মসূচিতে যাওয়ার কথা স্মারকলিপিতে উল্লেখ করেন তারা। গতকাল উপাচার্যের দপ্তরে সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে বলা হয়, স্বৈরাচারের পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা চলছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কার ও চর্চার মাধ্যমেই সেটি সফল হতে পারে। একমাত্র ডাকসু নির্বাচনের মাধ্যমে সেটি নিশ্চিত করা সম্ভব। ডাকসু নির্বাচন দেওয়া সবচেয়ে জনপ্রিয় দাবি। কিন্তু দুঃখজনকভাবে অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি বর্তমান প্রশাসন। কিছুদিন আগে একটি কমিটি গঠন করা হলেও তাদের সুপারিশমালা অনুযায়ী কোনো ত্বরিত পদক্ষেপ গৃহীত হয়েছে কিনা এবং ছাত্র সংগঠনগুলোর দেওয়া প্রস্তাবনার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা নেই। নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের অনুপস্থিতিতে ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের বিষয়টিও স্বচ্ছতার সঙ্গে হবে বলে আমরা মনে করি না।

আরও পড়ুন

×