সচিবালয়ে প্রবেশে এখনও কড়াকড়ি
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০২:১৭
প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অগ্নিকাণ্ডে এখনও রয়েছে প্রবেশে কড়াকড়ি। সরকারের উপদেষ্টা ও সচিব ছাড়া আর কারও গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কমিয়ে আনা হয়েছে সচিবালয়ের ভেতরে থাকা মন্ত্রণালয়গুলোতে সভা ও বৈঠক।
সভার ভেন্যু হিসেবে মন্ত্রণালয়গুলো ব্যবহার করছে অধীন দপ্তরগুলোর কার্যালয়। পরিচয় যাচাই করে ঢুকতে দেওয়া হচ্ছে সীমিত সংখ্যক সাংবাদিক ও দর্শনার্থীকে।
গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, সচিবালয়ের গেটে গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে ঢুকছেন অতিরিক্ত সচিব থেকে শুরু করে নিচের দিকের কর্মকর্তারা। পরিচয় যাচাইয়ের পর ১ ও ২ নম্বর ভবনের মাঝে দর্শনার্থী কক্ষ দিয়ে ভেতরে যেতে পারছেন সাংবাদিক ও অন্য কাজে আসা দর্শনার্থীরা। তবে এ সংখ্যা খুবই কম। গাড়ি ও দর্শনার্থী প্রবেশ করতে না দেওয়ায় সচিবালয়ের ভেতরের চত্বর ফাঁকা পড়ে রয়েছে। এ ছাড়া আগুন লাগা ৭ নম্বর ভবন এখনও বন্ধ রয়েছে। এ ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা-সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের বাইরে বিভিন্ন জায়গায় অফিস করছেন। সব মিলিয়ে একধরনের সুনসান পরিবেশ।
এদিকে প্রবেশে কঠোরতা থাকলেও সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গতকাল ছিল খ্রিষ্টীয় নববর্ষ বরণের আমেজ। সহকর্মীরা একে অন্যকে জানান নতুন বছরের শুভেচ্ছা। কোনো কোনো মন্ত্রণালয়ে মিষ্টিমুখ করতেও দেখা যায়। নারী কর্মকর্তা-কর্মচারীদের অনেকে এসেছিলেন একই ধরনের শাড়ি পরে। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে এসে উপদেষ্টারাও নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।
- বিষয় :
- সচিবালয়