ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

সুপ্রিম কোর্টের হেল্পলাইন

তিন মাসে সহস্রাধিক কল, বিচারকের নামে ১২ অভিযোগ

তিন মাসে সহস্রাধিক কল, বিচারকের নামে ১২ অভিযোগ

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০২:২১

বিচারপ্রার্থীকে সহযোগিতায় সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালুর পর গত তিন মাসে এক হাজার তিনটি কল এসেছে। এসব কলে আইনি পরামর্শ, অভিযোগ দাখিল ও মামলার তথ্য দেওয়া হয়।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হেল্পলাইনে ১ জানুয়ারি পর্যন্ত আইনি পরামর্শ সেবা নিতে ৬০৪ ও মামলার তথ্য জানতে কল আসে ৩৪৪টি। সবগুলো তথ্য সেবাগ্রহীতাকে তাৎক্ষণিকভাবে দেওয়া হয়।

অনিয়ম, ঘুষ, অবহেলা, বিলম্বে সেবাপ্রাপ্তি, অসদাচরণ সম্পর্কিত অভিযোগ আসে ৫৫টি। এর মধ্যে বিলম্বে আইনি সেবাপ্রাপ্তি-সংক্রান্ত অভিযোগ ২২। অভিযোগ-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির মুখোমুখি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট বলেছেন, বিভিন্ন জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৩, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২ ও আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ৬টি। এসব অভিযোগ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে হেল্পলাইন চালু করা হয়। সেবাগ্রহীতা ০১৩১৬১৫৪২১৬ নম্বরে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ ও অভিযোগ দিতে পারবেন। সরকারি ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কল গ্রহণ করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৯ ও হাইকোর্ট বিভাগে ৩৮টি শাখা রয়েছে। সুপ্রিম কোর্টে একজন রেজিস্ট্রার জেনারেল, তিনজন রেজিস্ট্রার, চারজন অতিরিক্ত রেজিস্ট্রার, একজন স্পেশাল অফিসার, ১২ জন ডেপুটি রেজিস্ট্রার, ২০ জন সহকারী রেজিস্ট্রারসহ বিভিন্ন কোর্ট ও শাখায় মোট আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারী আছেন।

আরও পড়ুন

×